• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

লক্ষ্মীপুর বাঞ্চানগরে ৭ জনকে ছুরিকাঘাত ও লুটের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জুন ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
রাতের অন্ধকারে দূর্বৃত্তরা দলবেধেঁ লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগরে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে ৭জনকে ছুরিকাঘাত, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটের ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো: হোসেন। ইতোমধ্যে আঘাতপ্রাপ্ত ওই ৭ জন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ী ফিরছেন।
এজাহার সূত্রে জানাগেছে, লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর গ্রামের খলিফা বাড়ীতে আবুল কাশেমের মেয়ের সাথে রনি নামীয় এক ছেলের সাথে প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে। প্রেমের সম্পর্কের সাথে জড়িত করে কাশেমের ছেলে আরিফ তার বোন লীজার একটি ফোন নম্বরকে কেন্দ্র করে একই বাড়ীর সেলিমের ছেলে শরীফের বিরুদ্ধে আরিফ মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিত ভাবে সোমবার রাত ৮ ঘটিকায় এলাকার প্রায় ৩৫ জন বখাটে যুবকদের খবর দিয়ে এনে শরীফের ঘরে প্রবেশ করে শরীফ, তার মা, বোন ও ভগ্নিপতির ওপর হামলা চালায় এতে শরীফ ও তার পরিবারের লোকজনের আত্মচিৎকারে পাশের বাড়ীর সাহাব উদ্দিন আগাইয়া এসে হামলাকারীদের থামানোর চেষ্টা করলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দ্বারা সাহাব উদ্দিনকে কুপিয়ে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। শোর-চিৎকার শুনে সাহাব উদ্দিনের ছোট ভাই আলমগীর হোসেন, জাকির হোসেন, মাহফুজ ও সাহাব উদ্দীনের ছেলে মো: হোসেন তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দ্বারা তাদেরকেও হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় তাদের কাছে থাকা নগদ এক লক্ষ ৩৫ টাকা জোরপূর্বক নিয়ে যায় হামলাকারীরা। এ হামলায় ৭জন গুরুত্বর জখম হয়। আহতদের মাথায়, বুকে, কানে, পিঠে, কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
মামলার বাদী মো: হোসেন জানান আসামীরা এলাকার বখাটে ও সন্ত্রাসী শ্রেণীর লোক হয়। ১২ জন আসামীর নাম উল্লেখ করে ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। যাহার জি. আর মামলা নং-২২০, থানা মামলা নং-১৭, তারিখ-৮/৬/২০২৩ইং, ধারা: ১৪৩/৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬(২)।
শরীফের মা জানান, রাত ৮টায় হঠাৎ ৩৫-৪০ জন সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে আমার ছেলে শরীফকে এলোপাতাড়ী মারপিট করে। আমাদের শোর চিৎকারে পাশের বাড়ীর সাহাব উদ্দিন তার ভাই আলমগীর হোসেন, জাকির হোসেন, মাহফুজ ও সাহাব উদ্দীনের ছেলে মো: হোসেন আমার ছেলেকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও চেনী, চোরা ও লোহার রড দ্বারা কুপিয়ে পিটিয়ে জখম করে।
আহতরা জানান, বখাটে দলের সদস্যদের মধ্যে মাহবুবের ছেলে মোঃ জনি, আবু তাহেরের ছেলে নোভেল ও মোঃ অভি, মাসুদের ছেলে মোঃ শাহীন, রফিকের ছেলে মোঃ শিপন, মাকছুদের ছেলে মোঃ রাতুল, মোঃ কাশেম ও তার ছেলে মোঃ অরিফ, আবুল খায়েরের ছেলে মোঃ মুজাম্মের এছাড়া মোঃ অন্তর, রাজিব, মোঃ রকি সহ অজ্ঞাতনামা ২৫/৩০জন হামলায় অংশ নেয়। তারা সকলে বাঞ্চানগর ও উত্তর বাঞ্চানগর এলাকার চৌকিদার বাড়ী ও খলিফা বাড়ীর বাসিন্দা। এদের বিরুদ্ধে মো: হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় এজাহার দায়ের করেছে।
এ ঘটনায় স্থানীয় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম জানান, হামলার খবর শুনে আমি ঘটনাস্থল আসার পূর্বেই সেলিমের শরীফ ও সাহাবউদ্দিন গংদের ওপর হামলা করে। পরে আমি ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে আহতদের খোজ খবর নিই। হামলাকারীদের ব্যাপারে ছাড় দেওয়া হবেনা। আহতদেরকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন জানান, মো: হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads